কাশ্মীরে আবারও গ্রেনেড হামলা

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বারমুলস্না জেলার সোপোর নামক এলাকায় গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। সোমবার বিকালে হামলার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি কাশ্মীর পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, সোপোরের একটি বাস স্টপেজে সাধারণ মানুষের ওপর গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। উপত্যকায় ইউরোপীয় ইউনিয়নের একদল এমপির আগমনের একদিন আগে এমন হামলা চালানো হলো। দুদিন আগেই শ্রীনগরের কারান্নগর এলাকায় একই ধরনের গ্রেনেড হামলায় ছয় নিরাপত্তাকর্মী আহত হয়। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই সেখা হাই অ্যালার্ট জারি রয়েছে। আড়াই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ কাশ্মীরে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে প্রশাসন। কেননা আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীরকে ভেঙে লাদাখ এবং জম্মু নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিখন্ডিত করা হবে।