অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন প্রেসিডেন্ট পেল আর্জেন্টিনা

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় মধ্য-বাম প্রার্থী আলবের্তো ফার্নান্দেজ আজেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হতে প্রয়োজনীয় ৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে নিজের জয় নিশ্চিত করেছেন ফার্নান্দেজ। এতে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন রক্ষণশীল প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি। সংবাদসূত্র : বিবিসি গভীর অর্থনৈতিক সংকটে পড়া আর্জেন্টিনার জনসংখ্যার এক-তৃতীয়াংশ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। নির্বাচনী প্রচারণায় তাই অর্থনৈতিক উদ্বেগই প্রাধান্য পেয়েছে এবং ফল নির্ধারণেও ভূমিকা রেখেছে। নির্বাচনপূর্ব জরিপেও ফার্নান্দেজের পেছনে ছিলেন মাক্রি এবং আগস্টে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনেও প্রতিদ্বন্দ্বীর কাছে পরাস্ত হয়েছিলেন। রোববার রাতে ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ফার্নান্দেজ ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন আর মাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট। নির্বাচনের ফল উদযাপন করতে রাতেই ফার্নান্দেজের নির্বাচনী সদরদপ্তরের সামনে বহু লোক জড়ো হয়। ফার্নান্দেজ প্রেসিডেন্ট হওয়ায় আজেন্টিনা নতুন যুগে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেন তারা। সদরদপ্তরের সামনে জড়ো হওয়া সমর্থকদের ফার্নান্দেজ জানান, দেশের শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তিনি বিদায়ী প্রেসিডেন্ট মাক্রির সঙ্গে 'সম্ভাব্য সব উপায়ে' সহযোগিতা করবেন।