নওয়াজ শরিফের শারীরিক অবস্থার অবনতি

কারও জীবনের নিশ্চয়তা দেওয়া যায় না : ইমরান

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
হাসপাতালে নওয়াজ শরিফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তের পস্নাটিলেট আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। ফলে তার হৃৎযন্ত্রে সমস্যা থাকার পরেও এর চিকিৎসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। সংবাদসূত্র : ডন, বিবিসি গত সপ্তাহে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয় ৬৯ বছর বয়সী নওয়াজ শরিফকে। কারাগারে থাকা অবস্থায় হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে নেয়া হয়। সোমবার নতুনভাবে করা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে বলা হয়েছে, নওয়াজের রক্তের পস্নাটিলেট ৪৫ হাজার থেকে একদিনেই ২৫ হাজারে নেমে গেছে। সাধারণত স্বাভাবিক অবস্থায় পস্নাটিলেটের মাত্রা এক লাখ ৫০ হাজার থেকে চার লাখ পর্যন্ত থাকে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কাজনক। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে। এদিকে, লাহোরে চিকিৎসাধীন অবস্থায় রোববার নতুন করে তার বুকে ব্যথা উঠেছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা জানিয়েছেন, তাকে এই মুহূর্তে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া যাবে না। তার আরও কিছুদিন চিকিৎসা নেয়া প্রয়োজন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন। কারও জীবনের নিশ্চয়তা দেওয়া যায় না : ইমরান এদিকে, কারাবন্দি নওয়াজ শরিফের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের দায় সরকারি প্রতিনিধিদের নিতে হবে বলে সম্প্রতি জানিয়েছিল ইসলামাবাদের উচ্চ আদালত। আদালতের এমন অবস্থান সামনে আসার পর এই প্রসঙ্গে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, 'কারও জীবনের নিশ্চয়তা দিতে পারেন না তিনি।' গত বছরের ডিসেম্বরে আল-আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচু্যত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদন্ড দেয়া হয়। চলতি বছরের মার্চে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিন আবেদন করলে আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দেয়। জামিনের মেয়াদ শেষের আগে চিকিৎসাজনিত কারণ ও বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তারপর থেকেই সাজা ভোগ করছেন তিনি।