সংবাদ সংক্ষপে

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ট্রাম্পের ইমপিচমেন্ট তদন্ত হবে কি না ভোট বৃহস্পতিবার যাযাদি ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইম্পিচমেন্ট (অভিশংসন) করার জন্য তদন্ত শুরুর বিষয়ে আগামী বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিরোধী ডেমোক্রেটিক পার্টির আধিপত্য রয়েছে। ইমপিচমেন্টের জন্য ডেমোক্রেটিক পার্টি তদন্ত করতে চাইলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান দলের সহযোগীরা এ প্রচেষ্টাকে অবৈধ এবং বেআইনি বলে প্রচারণা চালিয়ে আসছেন। এ কারণে ট্রাম্পের ব্যাপারে তদন্ত শুরু করা যায়নি। কিন্তু প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা যদি ভোটের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শুরুর বিষয়টি পাস করতে পারেন, তাহলে ট্রাম্প এবং তার সহযোগীদের ওই দাবি প্রত্যাখ্যাত এবং তদন্ত শুরু হবে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক চিঠিতে বলেছেন, চলতি সপ্তাহের বৃহস্পতিবারে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে এবং এর মাধ্যমে ঠিক করা হবে, কীভাবে ট্রাম্পের তদন্তের ব্যাপারে গণশুনানি হবে। তবে পেলোসি এটাও বলেছেন, ট্রাম্পকে আইনের সব ধরনের সুরক্ষা দেয়া হবে। ভোটাভুটির মাধ্যমে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ তাদের হাতে আসা যাবতীয় তথ্য-প্রমাণাদি প্রতিনিধি পরিষদের বিচার বিভাগ সংক্রান্ত কমিটির কাছে হস্তান্তর করবে। সংবাদসূত্র : বিবিসি ভারতের তামিলনাড়ু বাঁচানো গেল না কুয়ায় পড়া সেই শিশুকে যাযাদি ডেস্ক নলকূপ বসানোর জন্য অন্তত তিনশো ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছিল। গত শুক্রবার বিকালে খেলতে খেলতে সেই গর্তে পড়ে যায় শিশুটি। এর এক ঘণ্টার মধ্যেই খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান শুরু হলেও শিশুটিকে জীবিত উদ্ধার করা যায়নি। চারদিন পর সুজিত উইলসন নামে দুই বছর বয়সি ভারতের তামিলনাড়ুর ওই শিশুটির পঁচা-গলা দেহ উদ্ধার করা হয়েছে। আটকে থাকার পর মঙ্গলবার ভোরে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তামিলনাড়ুর তিরুচিরাপলস্নীর শিশু সুজিত মারা গেছে। তার মরদেহ পঁচে-গলে গেছে। এক কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু সোমবার রাতে সরকারি কর্মকর্তারা জানান, শিশুটিকে উদ্ধারের আগেই কুয়া থেকে দুর্গন্ধ আসতে দেখে তারা বুঝতে পারেন ছোট্ট শিশুটি আর বেঁচে নেই। সংবাদসূত্র : এনডিটিভি