কানাডায় ব্যাপক গোলাগুলি, চার জন নিহত

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
কানাডার পূবার্ঞ্চলীয় শহর ফেডেরিকশনে ব্যাপক গোলাগুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। শুক্রবার এক টুইটার বাতার্য় ফেডেরিকশনের পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনা এখনো চলছে। তবে কাদের সঙ্গে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ দেশটির সংবাদমাধ্যম ‘সিটিভি নিউজ’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টায় ব্রæকসাইডের ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ। ব্রæকসাইড ড্রাইভ এলাকার বাসিন্দাদের দরজা বন্ধ করে ঘরের অভ্যন্তরে থাকার পরামশর্ দিয়েছে পুলিশ। ফেডেরিকশন পুলিশের টুইটার বলা হয়েছে, ‘ব্রæকসন ড্রাইভের মেইন ও রিং রোডের মধ্যবতীর্ অঞ্চল এড়িয়ে চলা অব্যাহত রাখুন। এক ঘটনায় সেখানে অন্তত চারজন নিহত হয়েছে। নিশ্চিত হলে আমরা পরবতীর্ সময়ে আরও তথ্য দিতে পারবো।’ ঘটনাস্থল থেকে সিটিভি আটলান্টিকের রিপোটার্র নিক মুরে জানিয়েছেন, নিদির্ষ্ট একটি বাড়ির দিকেই পুলিশের মনোযোগ বেশি। ওই বাড়ির বাইরে সশস্ত্র পুলিশ কমর্কতার্রা দঁাড়িয়ে আছেন। এলাকার বাইরে দঁাড়িয়ে থাকা বাসিন্দারা মুরেকে বলেছেন, সকালের পোশাকে তাদের বাইরে বেরিয়ে আসতে বাধ্য করে পুলিশ।