দিলিস্নর বায়ুদূষণ

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভয়াবহ বায়ুদূষণে থমকে গেছে ভারতের রাজধানী দিলিস্নর মানুষের জীবনযাত্রা। দূষণ ঠেকাতে সব মহলের তৎপরতা দেখা গেলেও তা লাগামহীনই রয়েছে। এদিকে, দিলিস্নর দূষণ নিয়ে সরকারের সমালোচনা করতে পিছপা হননি বিরোধীরা। দেশটির প্রভাবশালী রাজনীতিক ও কংগ্রেসদলীয় এমপি শশী থারুর রোববার বলেন, 'স্বাস্থ্যের জন্য সিগারেটের মতোই ক্ষতিকর দিলিস্ন।' তিনি বলেন, 'কুতুব মিনার (দিলিস্নতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার) যেন সিগারেটের ধোঁয়ার জালে বন্দি।' রাজধানী শহরটিতে দূষণ থেকে রেহাই পেতে এক মা তার সন্তানকে মুখে মাস্ক পরিয়ে দিচ্ছেন -আউটলুক ইনডিয়া