ইয়েমেনে বাসে হামলা তদন্তের আহŸান জাতিসংঘের, স্বাগত জানাল হুতিরা

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইয়েমেনে একটি বাসে বিমান হামলায় শিশুসহ ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় তদন্তের আহŸান জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব-সংস্থাটির এ আহŸানকে স্বাগত জানিয়েছে হুতি বিদ্রোহীরা। সংবাদসূত্র : রয়টাসর্, আল-জাজিরা শিশুদের বহনকারী এক স্কুল বাসে হামলায় অন্তত ৪৯ জন নিহত আর ৫৩ জন আহত হয়েছে। সেখানকার রেড ক্রিসেন্ট কতৃর্পক্ষ জানায়, হতাহতদের বেশিরভাগই শিশু। এদের অনেকেরই বয়স ১০ বছরের নিচে। হামলাটি সৌদি-আমিরাত সামরিক জোটের বলে অভিযোগ উঠেছে। সৌদি আরবের দাবি, হুতিদের ওপর আন্তজাির্তক মানবাধিকার আইন মেনেই হামলা চালানো হয়েছে। শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে হুতিরা। হুতি সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আল আল-হুতি বলেন, ‘আমরা জাতিসংঘ মহাসচিবের আহŸানকে স্বাগত জানাই। আমরা সবরকম সহায়তা করতে প্রস্তুত।’ জানা গেছে, হুতি-বিদ্রোহী নিয়ন্ত্রিত শাদা প্রদেশের দাহান শহরের এক ব্যস্ততম বাজারে ওই হামলাটি চালানো হয়। ‘বাসটি বাজারে ঢুকতেই সৌদি জোটের নিশানা হয়’ বলে জানিয়েছেন, সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম ‘ইয়েমেন পোস্ট’র সম্পাদক হাকিম মাসমারি।