সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
‘চেইন মাইগ্রেশনের’ সুযোগ মাকির্ন নাগরিকত্ব পেলেন মেলানিয়ার বাবা-মা যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের ফাস্টর্ লেডি মেলানিয়া ট্রাম্পের ¯েøাভেনীয় বংশোদ্ভূত বাবা-মাকে মাকির্ন নাগরিকত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার নিউইয়কের্ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ নাগরিকত্ব দেয়া হয়। তাদের অভিবাসন আইনজীবী মিশেল উইল্ডস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বশুর ভিক্টর এবং শাশুড়ি আমালিজা কেনাভস নাগরিকত্বের শপথ গ্রহণ করেছেন। তারা কোন্ প্রক্রিয়ায় নাগরিকত্ব পেলেন, এ ক্ষেত্রে ফাস্টর্ লেডি মেলানিয়া স্পন্সর হয়ে বাবা-মাকে স্থায়ী নাগরিকত্ব দেয়া হলো কিনা, উইল্ডস তা স্পষ্ট করেননি। উল্লেখ্য, অভিবাসন নীতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে ট্রাম্প ঘনিষ্ট আত্মীয়তার সুবাদে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগের সমালোচনা করে আসছেন। এ ধরনের তথাকথিত নাগরিকত্ব পাওয়ার বিরুদ্ধে যুক্তি তুলে ধরে মাকির্ন প্রেসিডেন্ট বলেন, এই প্রক্রিয়া মাকির্ন নাগরিকদের চাকরি চুরি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করছে। অথচ সেই ‘চেইন মাইগ্রেশনের’ সুযোগ কাজে লাগিয়েই যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন তার শ্বশুর-শাশুড়ি। ¯েøাভেনিয়ায় গাড়ি বিক্রেতার চাকরি করা ভিক্টর কেনাভস এবং টেক্সটাইল কারখানায় চাকরি করা আমালিজার বয়স ৭০ বছরের বেশি। তারা অনেক বছর ধরেই যুক্তরাষ্ট্রে অবসর জীবন কাটাচ্ছেন। সেখানে তারা নিয়মিতভাবে তাদের মেয়ে ও নাতি ব্যারনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সময় কাটান। সংবাদসূত্র : এএফপি অনলাইন ভারতের কেরালা ভারী বৃষ্টি ও ভ‚মিধসে ২৬ জনের মৃত্যু যাযাদি ডেস্ক ভারতের কেরালায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভ‚মিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে শুধু ইদুক্কি জেলাতেই ভ‚মিধসে ১১ জন প্রাণ হারিয়েছে। ইদুক্কি বঁাধ এলাকায় (ওয়াটার রিজাভার্র) তিন মাত্রার সতকর্তা জারি করে গত ২৬ বছরের মধ্যে এই প্রথম সেটির ফটক খুলে দেয়া হয়েছে। রিজাভাের্রর পানি লেভেল ২৪০০ ফুট অতিক্রম করার বৃহস্পতিবার সেটির তিনটি ফটক খুলে দেয়া হয়। যে কারণে ‘পেরিয়া’ নদীর পানি আকস্মিকভাবে বেড়ে গিয়ে দুক‚ল প্লাবিত হতে পারে। কেরালা আবহাওয়া অফিস থেকে শুক্রবারও ভারী বষের্ণর পূবার্ভাস দেয়ায় এদিন ইদুক্কি, ওয়ায়ানাদ, এরনাকুলাম ওপাথানামথিত্তা জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়। গত অধর্শতাব্দীর মধ্যে এবারই কেরালায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান ইউনিয়ন মন্ত্রী কেকে আলফোন্স। ভারতে যুক্তরাজ্যের কনস্যুলেট থেকে দেশটির সব নাগরিককে সতকর্ করে কেরেলা ভ্রমণে না যাওয়ার পরামশর্ দেয়া হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি কিউবা নতুন সংবিধান নিয়ে গণভোট হবে যাযাদি ডেস্ক কিউবার নতুন সংবিধানের অনুমোদনে গণভোট আগামী বছর ২৪ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে। জুলাই মাসে ক্যারিবিয়ান এই দেশের পালাের্মন্ট নতুন সংবিধানের খসড়া অনুমোদন করে। খসড়া সংবিধানের ওপর বিতকের্র জন্য আগামী ১৩ আগস্ট থেকে ১৫ নভেম্বর পযর্ন্ত এটি নাগরিকদের সামনে উপস্থাপন করা হবে। বতর্মান সংবিধান ১৯৭৬ সালে পাস করা হয়েছিল। বিপ্লবী সশস্ত্র বাহিনীর মেজর লেজারো আরোন্ট এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের জন্য একটি গুরুত্বপূণর্ চ্যালেঞ্জ রয়েছে, তা হলো নিজেদের তৈরি নতুন সংবিধানের জন্য পরামশর্ প্রদান প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং গণভোটে বিনা শতের্ নতুন সংবিধানের প্রতি সমথর্ন।’ নতুন সংবিধানটি প্রথমবারের মতো কট্টর সমাজতান্ত্রিক অথর্নীতি নিয়ন্ত্রিত দেশটিতে বাজার অথর্নীতি এবং বেসরকারি খাতের ভ‚মিকা অনুমোদন দিতে যাচ্ছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হচ্ছে নিউজিল্যান্ডে যাযাদি ডেস্ক আগামী বছর থেকে প্লাস্টিক ব্যাগের এককালীন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে নিউজিল্যান্ড। দেশটির খুচরা প্লাস্টিক ব্যাগ বিক্রেতাদের ছয় মাস সময় দেয়া হবে ব্যাগের বিপণন বন্ধ করার জন্য। বিপণন বন্ধ না করা হলে সবোর্চ্চ ৫১ হাজার ডলার পযর্ন্ত জরিমানা করা হতে পারে। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জসিন্ডা আরডানর্। আরডানর্ বলেন, ‘আমরা প্লাস্টিক ব্যাগের এককালীন ব্যবহার বন্ধ করতে চলেছি, যাতে করে আমরা আমাদের পরিবেশের ভালো দেখভাল করতে পারি। নিউজিল্যান্ডের সবুজ সুখ্যাতি রক্ষা করতে পারি।’ তিনি বলেন, প্রতি বছর নিউজিল্যান্ডে লাখ লাখ প্লাস্টিক ব্যাগের এককালীন ব্যবহার হয়। এক পাহাড় সমান ব্যাগ জমা হয়ে আমাদের উপক‚ল ও সামুদ্রিক পরিবেশের ক্ষতি করে। আরডানর্ বলেন, বিষয়টি পরিষ্কার, নিউজিল্যান্ড এই সমস্যা দূরীকরণে পদক্ষেপ নিতে চায়। এ সময় তিনি প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে ৬৫ হাজার মানুষের একটি পিটিশনের দিকে ইঙ্গিত করেন। সংবাদসূত্র : গাডির্য়ান