যুক্তরাষ্ট্র-ইরান

আলোচনা করে কোনো লাভ নেই :খামেনি

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না। কারণ এটা নিশ্চিত যে, তারা কোনো ধরনের সুবিধা দেবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুলস্নাহ খামেনি দেশটির সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবসের একদিন আগে রোববার তেহরানে হাজার হাজার ছাত্রছাত্রীর এক সমাবেশে এসব কথা বলেন। ইরানের সর্বোচ্চ এ ধর্মীয় নেতা বলেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে ইরানের আলোচনায় বসাকে তাদের কাছে নতিস্বীকার বলে মনে করে। যুক্তরাষ্ট্র আলোচনার ওপর জোর দিচ্ছে এই লক্ষ্য নিয়ে যে, তারা যাতে বিশ্ববাসীকে বলতে পারে, মার্কিন সর্বোচ্চ চাপ ও নিষেধাজ্ঞা কাজে এসেছে এবং ইরানিরা মাথা নত করেছে। তিনি আরও বলেন, মার্কিন শাসকদের ষড়যন্ত্রের মোকাবেলায় সবচেয়ে বড় জবাব হচ্ছে, ইরানের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের পথ বন্ধ করে দেয়া। আর মার্কিন আধিপত্য বিস্তারের সুযোগ বন্ধের একটি উপায় হচ্ছে, তাদের সঙ্গে আলোচনায় না বসা। সংবাদসূত্র : পার্স টুডে