ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইরান নিহত ৫

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মাত্র দু'দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ৯। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের আঘাতে কমপক্ষে পাঁচজনের মৃতু্য হয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। তাৎক্ষণিক ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংবাদসূত্র : এএফপি, বিবিসি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা 'ইউএসজিএস' জানিয়েছে, পূর্বাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের হাসত্রম্নদ শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে কম্পনটি অনুভূত হয়। ভূকম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রায় দুই কোটি লোক কম্পন অনুভব করেছে। ভূমিকম্পে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে 'প্রেস টিভি'। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কম্পনটি তুলনামূলকভাবে শক্তিশালী ছিল। ফলে মধ্যরাতের পর আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে। আজারবাইজান কর্তৃপক্ষও জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ভূমিকম্প আঘাত হানলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বুধবার স্থানীয় সময় সকালের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।