ভারতের পশ্চিমবঙ্গ

এক লিটার দুধ ৩০ হাজার রুপি!

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের 'গরুর দুধে সোনা আছে' বক্তব্যকে পুরোদস্তুর প্রচারের হাতিয়ার করে ফেলেছে তৃণমূল। শুক্রবার সকালে শ্রীরামপুর স্টেশনের সামনের চত্বর হঠাৎই 'হাম্বা' রবে মুখর হয়ে ওঠে। হাত-মাইকে খদ্দের ডাকছেন তৃণমূল নেতা। এক লিটার দুধের দাম ৩০ হাজার রুপি! ভিড়ের মাঝে দেখা যায়, চারটি গরু আর হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে তৃণমূলের বেশ কিছু কর্মী ও সমর্থক। পোস্টারে লেখা, 'আমরা শিক্ষিত। কিন্তু বেকার। আমাদের অর্থের প্রয়োজন। দিলীপ বলেছেন, গরুর দুধে সোনা আছে। তাই আমরা বেকার ছেলেরা সবাই মিলে দুধ বিক্রি করব।' রাস্তায় দাঁড়িয়েই গরুর দুধ দোয়ানো হলো। ঘণ্টা দেড়েক ধরে চলল এই 'ব্যবসা'। স্থানীয় তৃণমূল নেতাদের মন্তব্য, 'দেশে চাকরি নেই। উল্টো কেন্দ্রীয় সরকার লোক ছাঁটাই করছে। অর্থনীতি ধুঁকছে। দিলীপ এই সমস্যা সমাধানের উপায় বলেছেন। তার কথা অনুযায়ী, গরুর দুধে যেহেতু সোনা আছে, তাই আমরা এই কর্মসূচি নিয়েছি। সোনার দর ৩৮ হাজার রুপি ভরি। দুধের দাম সেই হিসেবে কমই রেখেছিলাম। কিন্তু একটাও খদ্দের পেলাম না।' এক নেতার কটাক্ষ, 'তাদের নেতানেত্রীর মুখ দিয়ে যে মণি-মুক্তা ঝরে, বেকারত্ব ঘোচাতে তারা বরং সেগুলো বিক্রি করুক।' সংবাদসূত্র : এবিপি নিউজ