অযোধ্যা মামলা

বিজেপির কোনো কৃতিত্ব নেই, দাবি শিবসেনার

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির গড়ার ঐতিহাসিক রায়ের অবদান বিজেপি নিতে পারে না, ১৯৯২ সালের পর থেকেই সেই অবদান শিবসেনার সদস্যদের। তারপরও যদি কারও অবদান থেকে থাকে, তাহলে তা শিবসেনা-প্রধান উদ্ধব ঠাকরের। শনিবার ৫০০ বছরের বিতর্কিত অযোধ্যা মামলার রায় ঘোষণার আগের দিনই সুপ্রিম কোর্টের রায় রামমন্দিরের দিকেই যাবে ধরে নিয়ে এমন দাবি করেছে শিবসেনা। সংবাদসূত্র : এবিপি নিউজ শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত শুক্রবার বলেন, '১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকাই ছিল না। সে সময় একমাত্র একটাই মানুষ বালসাহেব ঠাকরে (শিবসেনার প্রতিষ্ঠাতা) প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, যদি শিবসেনারা বাবরি মসজিদ ধ্বংস করে থাকে, তাহলে এর জন্য তিনি গর্বিত।' তার মতে, সুপ্রিম কোর্টের এই রায় তার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সে সময় প্রচুর শিবসেনা সদস্য তাদের প্রাণ উৎসর্গ করেছিল। সেগুলো সবই আজ ইতিহাস। তবে বর্তমানে একমাত্র শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেই সম্প্রতি দুবার অযোধ্যার বিতর্কিত জমিতে ঘুরে এসে এই বিতর্ক জিইয়ে রেখেছিলেন। তা না হলে এতদিন অযোধ্যা মামলা হিমঘরে চলে গিয়েছিল।