নিষেধাজ্ঞা প্রত্যাহার

চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন নওয়াজ

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
নওয়াজ শরিফ -ফাইল ছবি
নিজের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল (এন) প্রধান নওয়াজ শরিফ। তার গুরুতর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ইমরান খান সরকার শুক্রবার নওয়াজের দেশ ছাড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের পস্নাটিলেট অত্যন্ত সংকটজনক মাত্রা দুই হাজারে নেমে এলে তাকে লাহোরের 'সার্ভিসেস হাসপাতালে' ভর্তি করা হয়। কিন্তু গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। এ পরিস্থিতিতে ৬৯ বছর বয়সি নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে চায় তার পরিবার। মেয়ে মরিয়ম দেশ ছাড়তে না পারলেও লন্ডন সফরে ছোট ভাই শাহবাজ শরিফ সঙ্গ দেবেন নওয়াজকে। মরিয়ম নওয়াজ শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে, দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি নিজে বাবার সঙ্গে লন্ডনে যেতে পারছেন না। উলেস্নখ্য, গত বছর গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎ?সাধীন অবস্থায় মারা যান নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম। গত বুধবার লাহোর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম। জামিন পাওয়ার পর হাসপাতাল থেকে লাহোরের বাড়িতে ফিরে আসেন নওয়াজ শরিফ। বাড়িতেই চিকিৎসার সব ব্যবস্থা নেয়া হলেও জটিল স্বাস্থ্যের কারণে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। আজ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে পাকিস্তান ছাড়বেন বলে কথা রয়েছে। সংবাদসূত্র : পার্স টুডে