অস্ট্রেলিয়ায় দাবানল পরিস্থিতি ভয়াবহ দুই রাজ্যে জরুরি অবস্থা

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের ছড়িয়ে পড়া দাবানল ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর জন্য 'বিপর্যয়কর' হুমকি হয়ে দেখা দেয়ায় ওই অঞ্চলের দুটি রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই ঘোষণার বলে দাবানল মোকাবিলায় দমকল কর্মকর্তারা সরকারি সংস্থাগুলোর ওপর কর্তৃত্ব করার ক্ষমতাসহ অতিরিক্ত কর্তৃত্ব পাবেন। সংবাদসূত্র : বিবিসি তিন দিন ধরে বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতিতে শতাধিক দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের কয়েক হাজার বাসিন্দা বাস্তুচু্যত হয়েছেন ও অন্তত তিনজনের মৃতু্য হয়েছে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির আশপাশের এলাকায় সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। জানিয়েছে বিবিসি। ওই দুই রাজ্যে ১২০টির বেশি দাবানল বহু হেক্টর এলাকা জ্বালিয়ে দিয়ে আরও বিস্তৃত হচ্ছে। নিউ সাউথ ওয়েলসে ৯ লাখ ৭০ হাজার হেক্টর ভূমি দাবানলের গ্রাসে গেছে এবং ১৫০টি বাড়ি পুড়ে ধ্বংস হয়েছে। তুলনায় কুইন্সল্যান্ডের পরিস্থিতি কিছুটা কম বিপজ্জনক হলেও সপ্তাহের পরের দিনগুলোতে পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।