বিক্ষোভে নিহত ৩০০ ছাড়িয়েছে ইরাকে

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ইরাকে এক মাসের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এরই মধ্যে নিহত হয়েছে ৩১৯ জন। আহত কমপক্ষে ১৫ হাজার মানুষ। গত রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি মানবাধিকার কমিশন। বিবৃতিতে বলা হয়, গত ১ অক্টোবর থেকে এসব হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞের মধ্যেই ইরাক সরকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে প্রতিবেশী দেশ ইরান। সংবাদসূত্র : বিবিসি রয়টার্স এমন হত্যাযজ্ঞের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরাকি কর্তৃপক্ষকে দেশটির নিরাপত্তা বাহিনীগুলোর লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে এক বিবৃতিতে শান্তিপূর্ণ বিক্ষোভে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরাকের কর্তৃপক্ষ। এদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বন্ধ করে নির্বাচনী পদ্ধতি সংস্কারের মাধ্যমে আগাম নির্বাচন আয়োজন করতে ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।