সাইবার হামলার কবলে যুক্তরাজ্যের বিরোধী দল

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক সাধারণ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে সাইবার হামলার কবলে পড়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি। মঙ্গলবার দলটির এক মুখপাত্র জানিয়েছেন, তাদের ডিজিটাল পস্নাটফর্মকে লক্ষ্য করে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি ক্ষেত্রে নির্বাচনি প্রচারণার গতি কমে গেলেও কোনো গোপনীয় তথ্য বেহাত হয়নি বলে দাবি করেন তিনি। সংবাদসূত্র : রয়টার্স আগামী ১২ ডিসেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯২৩ সালের পর ডিসেম্বরে এটিই হবে প্রথম নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে অনলাইনে প্রচারণা শুরু করেছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। এই প্রচার শুরুর পরই রাশিয়া ও অন্যদেশের সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করে দেয় দেশটির নিরাপত্তা সংস্থা। মঙ্গলবার লেবার পার্টির মুখপাত্র এক বিবৃতিতে জানান, তাদের লক্ষ্য করে বড় আকারের সাইবার হামলা চালানো হয়েছে। এই হামলার বিষয়ে দেশটির জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টারকে অবহিত করা হয়েছে বলে জানানো হয় এতে। তবে এই হামলার জন্য নির্দিষ্ট কাউকে দায়ী করা হয়নি। সাইবার হামলাকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে লেবার নেতা জেরেমি করবিন বলেছেন, মঙ্গলবার এই হামলা শুরুর পর তাদের দলের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে তা ঠেকিয়ে দিতে সক্ষম হয়। তিনি বলেন, 'তবে এ থেকে আগামী নির্বাচনে কিসব বিষয়ের মুখোমুখি হতে হবে তার ইঙ্গিত পাওয়া যায়। সার্বিকভাবে এটা নিয়ে আমি খুবই চাপ অনুভব করছি'।