ট্রাম্পের অভিশংসন তদন্ত

দ্বিতীয় দিনের শুনানিতে সাক্ষীর দাবি ঘিরে উত্তেজনা

'বাইডেনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি চাপ দিয়েছিলেন'

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তিন বছরের প্রেসিডেন্টের মেয়াদকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ যে তদন্ত করেছে, বুধবার থেকে তার প্রকাশ্য শুনানি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানিতে শীর্ষ এক কূটনীতিক ট্রাম্পের বিরুদ্ধে নতুন আরেকটি ফোনকলের তথ্য উত্থাপন করে দাবি করেন, প্রেসিডেন্ট সেখানেও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউক্রেনের ওপর সরাসরি চাপ প্রয়োগ করেছিলেন। অভিশংসন তদন্তের সাক্ষীর এমন দাবি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স, এপি ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম টেলর গোটা ঘটনা সম্পর্কে বৃহস্পতিবার তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, 'ট্রাম্প সত্যি ইউক্রেনে বাইডেনের কার্যকলাপের তদন্তে প্রবল আগ্রহ দেখিয়েছিলেন। সে দেশের সরকারকে এ ক্ষেত্রে সহযোগিতার জন্য চাপ দিতে তার প্রশাসন ৩৯ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সাহায্য আটকে রেখেছিল।' টেলরের মতে, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে রুডি জুলিয়ানি সরাসরি ইউক্রেনকে এমন কড়া বার্তা দিয়েছিলেন। এর আগে প্রথম দিনের শুনানিতে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত স্বার্থে ইউক্রেনের ওপর কতটা চাপ সৃষ্টি করেছিলেন এবং সেই আচরণ সংবিধানসম্মত ছিল কিনা, সে বিষয়ে সাক্ষীরা সংসদীয় কমিটির প্রশ্নের জবাব দেন এবং নিজেদের মূল্যায়ন তুলে ধরেন। অভিশংসন প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়া বিরোধী ডেমোক্রেটিক শিবিরের ভাষ্যমতে, ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিহিংসার বশে নয়, সার্বিকভাবে দেশের সংবিধান ও প্রেসিডেন্টের দপ্তরের মর্যাদা রক্ষা করতেই এমন তদন্ত চালানো হচ্ছে। এভাবে প্রেসিডেন্টের ক্ষমতার সীমারেখা স্পষ্ট হয়ে যাবে বলে তারা মনে করেন। অন্যদিকে, তদন্ত কমিটির রিপাবলিকান পার্টির সংসদ সদস্যরা গোটা উদ্যোগকে নস্যাৎ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বারবার মনে করিয়ে দিচ্ছেন, শেষ পর্যন্ত ইউক্রেন ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেন ও তার ছেলের কার্যকলাপ সম্পর্কে তদন্ত চালায়নি এবং ট্রাম্প প্রশাসনও সে দেশের জন্য সামরিক সাহায্য আটকে রাখেনি। গত ২৫ জুলাই এক ফোনালাপে ডেমোক্রেট দলীয় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে বারবার অনুরোধ করেন ট্রাম্প। ডেমোক্রেট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে অভিশংসন করে চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষ সিনেটে পাঠাবে। তবে সিনেটে ট্রাম্পের দল রিপাবলিকানের দখলে থাকায় শেষ পর্যন্ত চূড়ান্তভাবে অভিশংসিত হওয়ার ঝুঁকি কম। এদিকে, নিম্নকক্ষের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান ও ট্রাম্পের অভিশংসন তদন্তের নেতৃত্ব দেয়া অ্যাডাম শিফ বলেছেন, 'প্রত্যক্ষদর্শীরা এখন পর্যন্ত যে জবানবন্দি দিয়েছেন, তাতে করে ট্রাম্প অভিশংসিত হওয়ার মতো যথেষ্ট অপরাধ করেছেন। এর মধ্যে ঘুষ, উচ্চ পর্যায়ের অপরাধ ও অপকর্মও আছে।'