বিন লাদেন ছিলেন পাকিস্তানের বীর, স্বীকার মোশাররফের

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
পারভেজ মোশাররফ
আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের 'বীর' ছিলেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। কবে সাক্ষাৎকারটি নেয়া হয়েছে তা উলেস্নখ না থাকলেও এর ভিডিও ক্লিপ বুধবার টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানি রাজনীতিক ফারহাতুলস্নাহ বাবর। সংবাদসূত্র : এনডিটিভি সাক্ষাৎকারে আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল-জাওয়াহিরি, হাক্কানি নেটওয়ার্কের জালালুদ্দিন হাক্কানিরাও পাকিস্তানের বীর ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি কাশ্মীরি মুজাহিদিনদের পাকিস্তানে প্রশিক্ষণ দিয়ে জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পাঠানো হয়েছিল বলেও স্বীকার করেছেন। টুইটারে শেয়ার হওয়া দুই মিনিটের ওই ক্লিপিংয়ে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট মোশাররফকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে অস্থিতিশীল করতে ইসলামাবাদের কৌশল নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায়। তিনি বলেন, 'যে কাশ্মীরিরা পাকিস্তানে আসত, তারা বীরের মর্যাদা পেত। সাধারণত আমরা তাদের প্রশিক্ষণ ও সহায়তা দিতাম। আমরা তাদের মুজাহিদিন হিসেবে বিবেচনা করতাম, যারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়ছে।' সাক্ষাৎকারে মোশাররফ আরও বলেন, '১৯৭৯ সালে আফগানিস্তানে ধর্মীয় সন্ত্রাসবাদের সূচনা ঘটাই আমরা, পাকিস্তানের সুবিধার জন্য ও সোভিয়েতকে দেশটি থেকে সরাতে। সারাবিশ্ব থেকে আমরা মুজাহিদিনদের নিয়ে আসি। তাদের প্রশিক্ষণ দিই, অস্ত্র সরবরাহ করি। আমরা তালেবানকে প্রশিক্ষণ দিয়ে (আফগানিস্তানে) পাঠাই। তারাও ছিল আমাদের বীর। হাক্কানি ছিলেন আমাদের বীর, ওসামা বিন লাদেন, আয়মান আল জাওয়াহিরিও ছিলেন বীর। তারপর বৈশ্বিক পরিস্থিতি বদলে গেল। বিশ্ব তাদের অন্যভাবে দেখা শুরু করল। আমাদের বীররা সব খলনায়কে পরিণত হলেন।'