সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আর্জেন্টিনায় সু চির বিরুদ্ধে মামলা যাযাদি ডেস্ক মিয়ানমারের 'স্টেট কাউন্সিলর' ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ দেশটির কয়েক জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে প্রথমবারের মতো বিদেশের আদালতে মামলা হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে আর্জেন্টিনার আদালতে বুধবার এ মামলা করা হয়। 'বৈশ্বিক বিচার অধিক্ষেত্র' নীতির আওতায় রোহিঙ্গা ও ল্যাতিন আমেরিকার কয়েকটি অধিকার গ্রম্নপ এ মামলা করেছে। বাদীপক্ষের আইনজীবী টমাস ওজেয়া বলেন, 'অভিযোগে গণহত্যার পরিকল্পনাকারী, তাদের দোসর ও ধামাচাপা দেয়ার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি নিষেধাজ্ঞা দাবি করা হয়েছে।' সংবাদসূত্র : এএফপি রাফায়েল ইসু্য রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ যাযাদি ডেস্ক ভারতে গত লোকসভা নির্বাচনের আগে রাফায়েল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনে প্রচারে ঝড় তুলেছিল বিরোধীরা। কিন্তু বৃহস্পতিবার মোদি সরকারকে স্বস্তি দিয়ে, ওই মামলা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সিবিআই তদন্তের দাবিও নাকচ করে দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টে রাফায়েল মামলা পুনর্বিবেচনার আবেদন করেছিল বিরোধীরা। তার ভিত্তিতে গত ১০ মে রায়দান স্থগিত রাখা হয়েছিল। তবে বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, 'আমরা মনে করি না, রাফায়েল চুক্তিতে এফআইআর অথবা তদন্তের কোনো প্রয়োজন রয়েছে।' সংবাদসূত্র : এবিপি নিউজ