লুইজিয়ানার গভর্নর নির্বাচনে জয় পেলেন ডেমোক্রেট প্রার্থী

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার গভর্নর নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে রাজ্যটির শীর্ষ পদে বসছেন ডেমোক্রেট পার্টির জন বেল এডওয়ার্ডস। ৫১ শতাংশ ভোট পেয়ে তিনি রিপাবলিকান প্রার্থী এডি রিসপনিকে হারিয়েছেন। সংবাদসূত্র : বিবিসি রক্ষণশীলদের রাজ্য হিসেবে পরিচিত লুইজিয়ানায় রিপাবলিকান প্রার্থীর এ পরাজয়কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। কারণ দলীয় প্রার্থীকে সমর্থন যোগাতে ট্রাম্প গত দুই সপ্তাহে তিনবার দক্ষিণের এ রাজ্যটিতে গিয়েছিলেন। চলতি মাসে রক্ষণশীলদের আরেক ঘাঁটি কেন্টাকির গভর্নর নির্বাচনেও ডেমোক্রেটরা জিতেছিল। শনিবার উলস্নসিত সমর্থকদের উদ্দেশে এডওয়ার্ডস বলেন, 'আজ রাতে লুইজিয়ানার জনগণ তাদের নিজেদের পথ বেছে নিয়েছে; আর প্রেসিডেন্টের জন্য, ঈশ্বর তার হৃদয়ে শান্তি দিন।' ৫৩ বছর বয়সী এ ডেমোক্রেট ২০১৫ সালের গভর্নর নির্বাচনে প্রধমবার জিতেছিলেন। বারাক ওবামা আমলের স্বাস্থ্যসেবা নীতির সমর্থক হলেও গর্ভপাত ও বন্দুক নিয়ন্ত্রণের ঘোর বিরোধী নিজেকে 'রক্ষণশীল ডেমোক্রেট' হিসেবে পরিচয় দেন এডওয়ার্ডস।