ভেনিসে বেড়েছে পানি কমেনি পর্যটক

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইতালির 'ভাসমান নগরী' ভেনিস এখন জোয়ারের পানিতে ভাসছে। পুরোশহর এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ায় এরই মধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এছাড়া ২০ মিলিয়ন ইউরো অনুদান দেয়া হয়েছে। সেখানকার ৯০ শতাংশের বেশি এলাকা পানিতে তলিয়ে গেছে। ভাসমান নগরী ছাড়াও এ শহরের আরেকটি বড় পরিচয় পর্যটন নগরী হিসেবে। প্রায় পুরোবছরই পর্যটকে ঠাসা থাকে শহরটি। তবে কোমর-সমান পানিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি পর্যটকদের জন্য। বরং আকর্ষণ যেন আরও বেড়েছে। ফলে জলমগ্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপিপাসুরা। শনিবার সেইন্ট মার্কস স্কোয়ারের সামনে পানিতে নেমে ছবি তোলায় ব্যস্ত পর্যটকরা -রয়টার্স