সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রিলায়েন্স থেকে অনিল আম্বানির পদত্যাগ যাযাদি ডেস্ক ভারতীয় টেলিকম কোম্পানি 'রিলায়েন্স কমিউনিকেশনস'র প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল আম্বানি। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। খুব শিগগিরই অর্থাভাবে বেশ কিছু সম্পত্তি বিক্রি করতে চলেছে দেউলিয়া এই টেলিকম সংস্থাটি। অনিল আম্বানির এ সিদ্ধান্ত দেশটির বাণিজ্যিক মহলে সাড়া ফেলেছে। রিলায়েন্স এক বিবৃতি দিয়ে জানিয়েছে, শুধু অনিল আম্বানি একা নন, কোম্পানির এই দুঃসময়ে সরে দাঁড়িয়েছেন আরও চার ঊর্ধ্বতন কর্মকর্তা। পদত্যাগপত্রগুলো বিবেচনার জন্য কোম্পানির শেয়ার হোল্ডারদেরও ডাকা হবে বলে জানিয়েছে রিলায়েন্স। শুক্রবার কোম্পানিটি এবার নির্ধারিত সময়ের পর তাদের আর্থিক রিপোর্ট প্রকাশ করে। তাতে দেখা যায়, চলতি অর্থ বছরের দ্বিতীয় অংশে তাদের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ১৫৮ কোটি রুপি। অর্থ বছরের প্রথম অর্ধেকে এর পরিমাণ ছিল ৩৬৬ কোটি। আর্থিক প্রতিবেদন প্রকাশের পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন অনিল আম্বানিসহ ওই চার কর্মকর্তা। এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে কোম্পানির আইনি বকেয়া আছে ২৮ হাজার ৩১৪ কোটি। টেলিযোগাযোগ দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে রিলায়েন্সকে বকেয়া পরিশোধের নোটিস দিয়েছে। গত মে মাসে সরকারিভাবে রিলায়েন্স টেলিকমকে দেউলিয়া ঘোষণা করা হয়। দেউলিয়া প্রক্রিয়ার ক্ষেত্রে মামলা চলাকালীন ৩৫৭ দিন বাদ দেওয়ার জন্য কোম্পানিটির করা আবেদন খারিজ করে ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইবু্যনাল (এনসিএলটি) অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনসকে দেউলিয়া ঘোষণা করে। সংবাদসূত্র : এনডিটিভি নওয়াজের চিকিৎসা চার সপ্তাহ বিদেশে থাকতে পারবেন যাযাদি ডেস্ক অবেশেষে বিনা শর্তে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শনিবার পাকিস্তানের উচ্চ আদালতের এক রায়ে এই অনুমতি দেওয়া হয়। লাহোর হাইকোর্ট ওই রায়ে জানিয়েছে, চিকিৎসার জন্য নওয়াজ শরিফ চার সপ্তাহ বিদেশে থাকতে পারবেন। এক্ষেত্রে কোনো শর্ত দেয়া হয়নি। তবে নওয়াজ ও তার ভাই শেহবাজ শরিফকে এই সফরের ব্যাপারে বিস্তারিত সব লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের ব্যাপারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, রায় নিয়ে কিছু বলার নেই। রাজনীতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রধানের শারীরিক অবস্থা। এই মুহূর্তে নওয়াজের সুস্থতার প্রতিই বেশি জোর দেওয়া হচ্ছে বলে উলেস্নখ করেন তিনি। পাকিস্তানের দীর্ঘ সময়কার প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। ২০১৭ সালে তৃতীয় দফা ক্ষমতায় থাকাকালীন তিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় গত ২২ অক্টোবর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় নওয়াজকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ চিকিৎসা শেষে গত বুধবার তার বাসভবনে বিশেষ মেডিকেল ব্যবস্থা তৈরি করা হয় এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সে সময় চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলে সরকারের তরফ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়া হয়। এবার আদালতও তার বিদেশ সফরে অনুমতি দিল। সংবাদসূত্র : ডন, ইনডিয়ান এক্সপ্রেস দিলিস্নতে এবার চালু অক্সিজেন বার! যাযাদি ডেস্ক ভারতের রাজধানী দিলিস্নতে বায়ু দূষণের মাত্রা এখন চরম পর্যায়ে। সর্বশেষ জরিপেও এটি এখন বিশ্বের সবচেয়ে বেশি মাত্রার বায়ু দূষণের শহর। এই পরিস্থিতিতে দিলিস্নবাসীর জন্য এবার চালু করা হয়েছে অক্সিজেন বার। দিলিস্নর সাকেতে 'অক্সি পিয়োর' নামে এই বারটি সম্প্রতি খোলা হয়েছে। নাকে নল লাগিয়ে এখানে বসে বিশুদ্ধ অক্সিজেন টানতে পারবেন শহরবাসী। সাতটি সুগন্ধে মিলছে এই বিশুদ্ধ অক্সিজেন। এগুলোর মধ্যে রয়েছে লেমনগ্রাস, অরেঞ্জ, সিনামোন, স্পিয়ারমিন্ট, পেপারমিন্ট, ইউক্যালিপটাস ও ল্যাভেন্ডারের সুবাস। অঞ্জনা নামে এক গ্রাহক বলেন, 'বাইরে দূষণের মাত্রা খুব বেশি। তাই বাধ্য হয়ে আমরা এখানে অক্সিজেন নিতে আসছি।' আরেক গ্রাহক বলেন, 'যারা সবেচেয়ে বেশি ঝুঁকির মধ্যে, সেই বয়স্ক ও শিশুদের দূষণের মধ্যে বারটি বিশাল মুক্তি দিচ্ছে। সুগন্ধিযুক্ত অক্সিজেন সত্যিকার অর্থে সতেজকারক।' বারের স্টোর অপারেটর অজয় জনসন জানান, দিলিস্নতে অক্সিজেন বার এই প্রথম। দিনে ১০ থেকে ১৫ জন এখানে অক্সিজেন নিতে আসেন। এছাড়া ছোট পোর্টেবল অক্সিজেন ক্যানও পাওয়া যাচ্ছে, যা সব সময় সঙ্গে নিয়ে ঘোরা যায় এবং যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। সংবাদসূত্র : এনডিটিভি