ভারতের নতুন প্রধান বিচারপতি বোবদে

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বিচারপতি শরদ অরবিন্দ বোবদে
ভারতের সুপ্রিম কোর্টের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নিয়েছেন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। তাকে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রোববার অবসর গ্রহণ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তারই স্থলাভিষিক্ত হলেন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। প্রধান বিচারপতি হিসেবে ৬৩ বছরের এসএ বোবদের মেয়াদ থাকবে প্রায় ১৭ মাস। তিনি ২০২১ সালের ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বিচারপতি এসএ বোবদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে এর আগে সিদ্ধান্ত নিয়েছেন। রামমন্দির-বাবরি মসজিদ জমি সমস্যা সংক্রান্ত অযোধ্যা মামলায় পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চের অংশও ছিলেন তিনি। ওই মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি বোবদে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জেএস খেহারের নেতৃত্বে ৯ বিচারকের বেঞ্চেরও অংশ ছিলেন। ওই বেঞ্চটি ২০১৭ সালের আগস্ট মাসে সর্বসম্মতিক্রমে মৌলিক অধিকার রক্ষায় 'রাইট টু প্রাইভেসি' বা গোপনীয়তার অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত করে। সংবাদসূত্র : এনডিটিভি