সিডনি ঢাকা পড়েছে ধোঁয়ায়, বায়ুদূষণের মাত্রা ঝুঁকিপূর্ণ

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনির বাসিন্দারা মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে সূর্যের মুখ দেখতে পায়নি। কারণ, গাঢ় ধোঁয়ার চাদরে ছেয়ে গেছে সিডনির আকাশ। ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বায়ুদূষণের মাত্রা। নিউ সাউথ ওয়েলস রাজ্যে ভয়াবহ দাবানলের ধোঁয়া বাতাসে ভেসে এসে একরাতের মধ্যে সিডনির আকাশ ছেয়ে ফেলেছে। সংবাদসূত্র : বিবিসি বাসিন্দারা ধোঁয়ায় ঘোলাটে হয়ে যাওয়া আকাশের ছবি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ ঘরের ভেতরও ধোঁয়ায় ছেয়ে যাওয়ার কথাও জানিয়েছেন। নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে প্রায় ৫০ লাখ মানুষ বাস করে। মঙ্গলবার নগরীর পশ্চিমাংশে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা আরও বাড়তে পারে। এই তাপমাত্রা দাবানল আরো উসকে দিচ্ছে। গত অক্টোবর থেকে অর্ধশতাধিক দাবানল জ্বলছে নিউ সাউথ ওয়েলসে। এখন পর্যন্ত মৃতু্য হয়েছে ছয়জনের। নতুন নতুন জায়গায় দাবানল ছড়িয়ে পড়ায় মঙ্গলবার সিডনিতে উচ্চতর দাবানল সতর্কতা জারি করা হয়েছে। এদিন নগরীর কোথাও কোথাও বায়ু দূষণ দেশের নির্ধারিত মাত্রার চেয়ে আট গুণ বেশি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এই ধোঁয়া থাকবে বলে সতর্ক করেছে নিউ সাউথ ওয়েলস 'রুরাল ফায়ার সার্ভিস'।