ইরানে চলমান বিক্ষোভে ১২ জন নিহত

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানের চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। গত চারদিনের এই বিক্ষোভে সরকারের দেয়া হিসাবের চেয়ে নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সংবাদসূত্র : বিবিসি বিক্ষোভ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তাই দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইরান সরকার। তবুও দেশটির রাজধানী তেহরানসহ বেশ কিছু শহরে বিক্ষোভ চলছেই। তবে সোমবার ইরান সরকারের মুখপাত্র দাবি করেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে গোটা দেশের পরিস্থিতি এখন শান্ত। বিক্ষোভকারীদের সমর্থন দেয়ার ঘোষণা দিয়ে তাদের দমনে নানা পন্থা অবলম্বন ও যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরান সরকারের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিক্ষোভ দমনে ইরান সরকারের সমালোচনা করে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, 'যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে আছে।' ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুলস্নাহ খামেনিসহ সরকার ও সামরিক বাহিনীর কর্মকর্তারা বলছেন, ইরানের বিরুদ্ধে কূটচাল চালছে শত্রম্নপক্ষরা। পেট্রলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়া হয় গত শুক্রবার। সেদিন রাত থেকেই এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে দেশটির মানুষ।