ভারতে যাচ্ছেন লংকান প্রেসিডেন্ট গোতাবায়া

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ২৯ নভেম্বর ভারত সফরে যাচ্ছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করে দিলিস্ন আসবেন তিনি। মঙ্গলবার রাজাপাকসের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাজাপাকসে পরিবারের শ্রীলংকার ক্ষমতায় ফেরা ভারতের পক্ষে উদ্বেগের। কারণ রাজাপাকসের ভাই মাহিন্দা রাজাপাকসে চীনের প্রতি ঝুঁকে রয়েছেন বলে ধারণা করা হয়। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ভারতকে না জানিয়েই শ্রীলংকার বন্দরে নোঙর করতে পারত চীনা সাবমেরিন। মঙ্গলবার পূর্ব কোনো ঘোষণা ছাড়াই কলম্বো পৌঁছেন জয়শঙ্কর। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, রাজাপাকসের নেতৃত্বে ভারত-শ্রীলংকা সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। সংবাদসূত্র: এনডিটিভি