রাজাপাকসের বলয়ে শ্রীলংকা

ভাই মাহিন্দাকে প্রধানমন্ত্রী বানিয়ে ষোলকলা পূর্ণ গোতাবায়ার

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
শপথের পর করমর্দনে দুই ভাই মাহিন্দা ও গোতাবায়া
শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার বড় ভাই মাহিন্দা রাজাপাকসের হাতে প্রধানমন্ত্রিত্বের ভার তুলে দিয়ে দেশটির ক্ষমতার বলয়ের ষোলকলা পূর্ণ করেছেন। এ দিন নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বীপরাষ্ট্রটির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এবারই প্রথম দুই ভাই একই সময়ে দেশটির শীর্ষ দুই পদে অধিষ্ঠিত হলেন। সংবাদসূত্র : এনডিটিভি, সাউথ এশিয়ান মনিটর পর্যবেক্ষকরা বলছেন, শ্রীলংকায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদে দুই ভাইয়ের আরোহণ দেশটির রাজনীতিতে রাজাপাকসে পরিবারের শক্তিশালী পুনরুত্থান ঘটল। রাজাপাকসে পরিবারে আরও দুই ভাই আছে। তারাও রাজনীতিতে সক্রিয়। প্রেসিডেন্ট নির্বাচনে দলের পরাজয়কে কারণ দেখিয়ে রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিলে মাহিন্দার দৃশ্যপটে আসার পট প্রস্তুত হয়ে যায়। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বিক্রমাসিংহে বলেন, 'গোতাবায়া রাজাপাকসের কাছ থেকে পাওয়া নির্দেশকে আমরা সম্মান করি। আমরা তাকে নতুন সরকার গঠনের অনুমোদন দিয়েছি।' তবে দেশটির পার্লামেন্টে বিক্রমাসিংহের দল এখনো সংখ্যাগরিষ্ঠ। ২০১৫ সালের আগস্টে ৫ বছরের জন্য নির্বাচিত এই পার্লামেন্টের মেয়াদ আগামী বছরের মার্চ পর্যন্ত। সাংবিধানিকভাবে তার আগে সরকার ভেঙে দিতে পারবেন না প্রেসিডেন্ট গোতাবায়া। তবে আইনপ্রণেতারা প্রস্তাব পাসের মাধ্যমে আগাম নির্বাচনের ডাক দিতে পারেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও মাহিন্দার এ মেয়াদ থাকবে আগামী বছরের সাধারণ নির্বাচন পর্যন্ত।