মহারাষ্ট্রে সরকার গঠনে আজ চূড়ান্ত সিদ্ধান্ত

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভারতের মহারাষ্ট্রে সরকার গঠনের সিদ্ধান্ত আজই (শুক্রবার) চূড়ান্ত হতে পারে। বৃহস্পতিবার সকালে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। সংবাদসূত্র : এবিপি নিউজ কংগ্রেসের একটি সূত্র জানায়, মহারাষ্ট্রে সরকার গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুক্রবার। সরকার গড়তে পারে নতুন জোট। শিবসেনা-ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) মধ্যে আগেই জোটের কথাবার্তা হয়েছিল। জল্পনা চলছিল, কংগ্রেস বাইরে থেকে সমর্থন করবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই সম্ভাবনা থমকে যায়। এরপর বুধবার নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তারপরই তৎপর হয় কংগ্রেস। দলীয় সূত্রে জানা যায়, সরকার গঠনের তাদের ভূমিকা থাকবে। কিন্তু বাইরে থেকে সমর্থন, না কি সরকারে অংশ নেবে তারা, তা জানা যায়নি। তবে তিন পক্ষের সরকারে থাকার জল্পনা আরও জোরদার করেছেন এনসিপি নেতা নবাব মালিক। তিনি বৃহস্পতিবার বলেন, 'শিবসেনা, এনসিপি।