আন্তর্জাতিক আদালতের মুখোমুখি সু চি

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হতে যাচ্ছেন মিয়ানমারের 'স্টেট কাউন্সিলর' অং সান সু চি। গাম্বিয়ার করা মামলায় হাজিরা দিতে নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগে যাচ্ছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে সু চির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংবাদসূত্র : রয়টার্স, টাইম মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা আখ্যা দিয়ে গত ১১ নভেম্বর জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাছে বিচার চায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। আন্তর্জাতিক বিচার আদালত-আইসিসি মামলাটি আমলে নিয়ে শুনানির দিন ধার্য করে ১০ থেকে ১২ ডিসেম্বর। এ মামলায় হাজিরা দিতে নেদারল্যান্ডের হেগে যাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। সম্প্রতি আইসিসি রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছে। ফেসবুক পেজে স্টেট কাউন্সিলর সু চির দপ্তর বলেছে, 'গাম্বিয়ার দায়ের করা মামলা লড়তে মিয়ানমার স্বনামধন্য আইনজীবী নিয়োগ দিয়েছে। কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় স্টেট কাউন্সিলর নেদারল্যান্ডের হেগের আইসিজেতে মিয়ানমারের স্বার্থ রক্ষায় একটি দলের নেতৃত্ব দেবেন।' সু চির বিরুদ্ধে অভিযোগ, তিনি মানবাধিকার ইসু্যতে কোনো কথা বলেননি, সংকট নিরসনেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। আদলতে এর উত্তর সু চি নিজেই দেবেন। সু চির দল 'ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি'র এক মুখপাত্র জানিয়েছেন, সু চি নিজে মামলা দেখভাল করার সিদ্ধান্ত নিয়েছেন। মুখপাত্র মাইও নায়ান্ত বলেন, 'তাদের অভিযোগ, অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো কথা বলেননি। তাদের অভিযোগ তিনি মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নেননি।