সিরিয়ার ইদলিবে উদ্বাস্তু শিবিরে হামলা নিহত ২২

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। বুধবার একটি উদ্বাস্তু শিবিরে হামলার ঘটনাটি ঘটে এবং এতে আরও ৮ জন আহত হন বলে উদ্ধারকারী গোষ্ঠী হোয়াইট হেলমেট (দাপ্তরিকভাবে সিরিয়ান সিভিল ডিফেন্স নামে পরিচিতি) জানিয়েছে। সংবাদসূত্র : রয়টার্স ইদলিবসহ সিরিয়ার উত্তর-পশ্চিম এলাকাটি আট বছর ধরে চলা গৃহযুদ্ধের পর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়ে যাওয়া শেষ বড় ভূখন্ড। প্রতিবেশী প্রদেশ আলেপ্পোর গ্রামাঞ্চল থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে সরকারি বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো তুরস্ক সীমান্তের কাছে উত্তর ইদলিবের কাহ উদ্বাস্তু শিবিরে আঘাত হানে। হোয়াইট হেলমেটের ভাষ্য অনুযায়ী, এতে শিবিরের তাঁবুগুলোতে আগুন ধরে যায়। সরকারি বাহিনীর ছোড়া কামানের গোলা কাহের একটি 'মা ও শিশু' হাসপাতালেও আঘাত হেনেছে বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে। এতে হাসপাতালটির কর্মী আহত হওয়ার পাশাপাশি হাসপাতাল ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিরিয়ান-আমেরিকান মেডিকেল সোসাইটি জানিয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে।