বায়ুদূষণে গড় আয়ু কমছে দিলিস্নর বাসিন্দাদের

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভয়াবহ বায়ুদূষণের কারণে ভারতের রাজধানী দিলিস্নর বাসিন্দাদের গড় আয়ু কমে আসছে। শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে এখন দিলিস্নর বহু মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দূষণ ক্রমেই ছড়িয়ে পড়ছে আশপাশের অঞ্চলে। এ অবস্থায় রাজধানীজুড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটাতে মাঠে নেমেছেন। সংবাদসূত্র : এনডিটিভি ভারত ও যুক্তরাষ্ট্রের আলাদা গবেষণা বলছে, বায়ুদূষণের কারণে স্থানীয়দের ১০ থেকে ১৭ বছর পর্যন্ত গড় আয়ু কমছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বর্তমানে দিলিস্নর বাসিন্দারা সহ্যসীমার চেয়ে প্রায় ২৫ গুণ বেশি বিষাক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন। দিন যত গড়াচ্ছে, দিলিস্নর দূষণ ছড়িয়ে পড়ছে আশপাশের অঞ্চলেও। যদিও কর্তৃপক্ষের দাবি, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এছাড়া চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পরিবেশের কিছুটা উন্নতি হতে পারে। আপাতত ধুলা-ময়লা কমাতে শহরের মোড়ে মোড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটানোর কাজ করছেন। নানামুখী পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বায়ুদূষণ। অব্যাহত এই দূষণের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে বিভিন্ন মহল।