মোরালেস ছাড়াই বলিভিয়ায় নির্বাচনের পথ সুগম

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ক্ষমতাচু্যত প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ছাড়া নতুন নির্বাচনের পথ প্রস্তুত এবং ২০ অক্টোবরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনটি বাতিলের ঘোষণা দেয়া একটি বিল বলিভিয়ার পার্লামেন্টে অনুমোদিত হয়েছে। শনিবার কংগ্রেসের দুই কক্ষেই বিলটি সর্বসম্মতভাবে পাস হয়। সংবাদসূত্র : রয়টার্স অক্টোবরের নির্বাচনের ফল নিয়ে বিরোধীদের বিক্ষোভ, মোরালেসকে পদচু্যত করা এবং সেই সূত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আদিবাসীদের সংঘাত-সহিংসতার ফলে যে কানাগলিতে দক্ষিণ আমেরিকার দেশটি প্রবেশ করেছিল, নতুন এ বিলটি সেখান থেকে উদ্ধারের একটি পথ করে দিতে পারে বলে আশা পর্যবেক্ষকদের। শনিবারের বিলে ল্যাতিন আমেরিকার দেশটির এমপিরা নতুন একটি নির্বাচনী পরিষদ গঠনেও অনুমোদন দিয়েছেন। ওই পরিষদই নতুন নির্বাচনের তারিখ ঠিক করবে। এদিকে অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট জিনাইন আনিয়েজ ও মোরালেসের দল 'মুভমেন্ট ফর সোশ্যালিজম'র (এমএএস) নেতাদের মধ্যে নতুন নির্বাচন নিয়ে আলোচনার পট প্রস্তুত করতে ক্ষমতাচু্যত প্রেসিডেন্টের সমর্থকরা দেশের বিভিন্ন মহাসড়ক থেকেও তাদের অবরোধ তুলে নিয়েছে।