বিক্ষোভে উত্তাল কলম্বিয়া

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কলম্বিয়া। টানা তৃতীয় দিনের মতো শনিবার দেশটিতে প্রেসিডেন্ট ইভান দুক-বিরোধী বিক্ষোভ অব্যাহত ছিল। গত বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পরবর্তী সময়ে তা সহিংসতায় রূপ নেয়। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। রাজধানী বোগোটায় কারফিউ জারি করা হয়েছে। তারপরেও রাজপথ থেকে বিক্ষোভকারীদের হটানো সম্ভব হয়নি। শনিবার বিক্ষোভকারীরা নতুন করে বিক্ষোভ শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বোগোটার ন্যাশনাল পার্কের সামনে ফেস্টুন হাতে স্স্নোগান দিচ্ছে এক নারী -এপি/আউটলুক ইনডিয়া