মহারাষ্ট্রে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে অভিযোগ রাহুলের

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের মহারাষ্ট্র রাজ্যে নাটকীয়ভাবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠন নিয়ে সোমবার উত্তাল হয়েছে দেশটির পার্লামেন্ট। প্রধান বিরোধী দল কংগ্রেসসহ বিরোধীদের তুমুল হট্টগোল ও বিক্ষোভের কারণে দফায় দফায় ব্যাহত হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। সংবাদসূত্র : এবিপি নিউজ কংগ্রেসের দুই নারী এমপির সঙ্গে মার্শালদের দুর্ব্যবহারের অভিযোগে মঙ্গলবারও বিক্ষোভের ঘোষণা দিয়েছে কংগ্রেস। অন্যদিকে, সোমবার তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় মহারাষ্ট্র অভু্যত্থানের প্রসঙ্গ টেনে কংগ্রেস রাহুল গান্ধী বলেন, সেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে ১১টায় পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে রাহুল গান্ধী বক্তব্য দিতে উঠেও কোনো প্রশ্ন করেননি। শুধু মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে বলেন, 'আমি আজ এখানে প্রশ্ন করতে এসেছিলাম। কিন্তু আমার প্রশ্ন করার কোনো ইচ্ছা নেই। কারণ মহারাষ্ট্রে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তাই প্রশ্ন করার কোনো অর্থই হয় না।' তারপরই উত্তেজনার সূত্রপাত। কংগ্রেসের এমপিরা ওয়েলে নেমে পোস্টার নিয়ে বিক্ষোভ শুরু করেন। অধিবেশন চলাকালীন স্পিকার কংগ্রেসের দুজন এমপিকে বের করে দেওয়ার নির্দেশ দিলে সোনিয়া গান্ধীর নেতৃত্বে ওয়াক আউট করে কংগ্রেস।