ড্রোন প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি ইরানের

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চালকবিহীন বিমান বা ড্রোন প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি করেছে ইরান। রোববার সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। তিনি বলেন, শত্রম্নর যে কোনো হুমকি মোকাবেলার জন্য সশস্ত্র বাহিনীর সব শাখাকে হার্ডওয়্যার সরবরাহ করবে সেনাবাহিনী। সংবাদসূত্র : স্পুটনিক, পার্স টুডে জেনারেল কিউমার্স বলেন, দ্রম্নতগতিতে যুদ্ধ অভিযানে নামার জন্য ইরানের সামরিক বাহিনীকে অস্ত্রসজ্জিত করা হয়েছে। সামরিক বাহিনীকে যে ড্রোন দেওয়া হয়েছে তা খুবই কার্যকর। ইরানের সামরিক বাহিনীর কাছে এরই মধ্যে হস্তচালিত ফরপাদ ড্রোন সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। এমন সময় ইরান ড্রোন প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি করল, যখন আরব বিশ্বে নিজের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে খবর বেরিয়েছে, যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্য থেকে এফ-৩৫ স্কোয়াড্রন সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে মার্কিন বিমান বাহিনী। আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এছাড়াও দেশটিতে বাড়তি তিন হাজার মার্কিন সেনা মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন।