অভাবের তাড়না

ত্রিপুরায় এক পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বেকারত্ব ও এনজিওর ঋণ পরিশোধের চাপে ভারতের ত্রিপুরার এক পরিবারের চার সদস্য একসঙ্গে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন ধরে কাজ না পাওয়ায় ওই পরিবারটি একটি এনজিওর কাছে চড়া সুদে ঋণ নিয়েছিল। সেটি পরিশোধ করতে ব্যর্থ এবং কর্মহীন হয়ে পড়ায় তারা নির্মম এই পথ বেছে নিয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ত্রিপুরা পশ্চিম জেলার পূর্ব চানপুর এডিসি ভিলেজের সন্ন্যাসীমুড়ায় এ ঘটনা ঘটেছে। পেশায় দিনমজুর পরেশ তাঁতি শনিবার বাড়ির তিন সদস্যকে নিয়ে আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে তাদের আত্মহত্যার পেছনে দারিদ্র্য ও ঋণের বোঝার কথা উঠে এসেছে। ত্রিপুরার ক্ষমতাসীন বিজেপি-আইপিএফটি জোট সরকার অবশ্য অভাবের তাড়নায় আত্মহত্যার অভিযোগ অস্বীকার করেছে। এ অবস্থায় সোমবার সন্ন্যাসীমুড়ার পরিস্থিতি সরেজমিন দেখতে রাজ্যের বিরোধীদলীয় নেতা মানিক সরকারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। সংবাদসূত্র : এবিপি নিউজ