বিজেপির ঔদ্ধত্য ও অহংকারের পতন ঘটেছে :মমতা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তিন বিধানসভা আসনের উপনির্বাচনে মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। বৃহস্পতিবার ফল ঘোষণার পর দেখা যায়, পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ, খড়গপুর ও করিমপুর আসনে তৃণমূলের প্রার্থীরা ব্যাপক ব্যবধানে বিজেপির প্রার্থীদের হারিয়েছেন। সংবাদসূত্র : এবিপি নিউজ উপনির্বাচনে অভাবনীয় এই সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে তোপ দেগে, 'ঔদ্ধত্য এবং অহংকারই' বিজেপির পতনের মূল কারণ। জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধেও সরব হন তিনি। মাত্র ছয় মাস আগে লোকসভা নির্বাচনে খড়গপুর-কালিয়াগঞ্জ আসনে পিছিয়ে থেকেও দুই আসনের উপনির্বাচনে বিপুল ভোটের এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন মমতা।