গুলিতে আরও ১৬ জন নিহত

ইরানি কনসু্যলেটে আগুন দিল ইরাকের বিক্ষুব্ধরা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরাকের সরকারবিরোধী বিক্ষোভকারীরা বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফের ইরানি কনসু্যলেট ভবনে আগুন দিয়েছে। কনসু্যলেটে আগুন ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধরা এ সময় 'ইরাক থেকে বের হও ইরান' স্স্নোগান দিতে থাকে। এ ঘটনার পর অঞ্চলটিতে কারফিউ জারি করা হয়েছে। সংবাদসূত্র : আল-জাজিরা, রয়টার্স, বিবিসি স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে পড়ার আগেই ইরানি কনসু্যলেটের কর্মীরা প্রাণে বাঁচতে সটকে পড়েন। পুলিশ বিক্ষোভকারীদের কনসু্যলেট প্রাঙ্গনে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু তারা পুলিশের প্রতিরোধ ভেঙে কনসু্যলেট ভবনে ঢুকে পড়ে ভাংচুর চালায়, তারপর পুরো ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় অন্তত ৫৭ পুলিশ সদস্য আহত হয়েছে। এই নিয়ে চলতি মাসে ইরাকে ইরানের দ্বিতীয় আরেকটি কনসু্যলেটে হামলায় ঘটনা ঘটল। তিন সপ্তাহ আগে কারবালা শহরের ইরানি কনসু্যলেটেও হামলা হয়েছিল। ইরাকের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ও পার্লামেন্ট ইরান সমর্থিত রাজনৈতিক দলগুলো ও স্থানীয় প্রভাবশালী শিয়া মুসলমান মিলিশিয়া বাহিনীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরে নতুন করে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। বৃহস্পতিবার দুটি সেতু অবরুদ্ধ করে রাখা বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ার গ্যাস ছুড়েছে। এতে আরও ৭০ জন আহত হয়েছে। গত ১ অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।