মাকেের্লর আহŸান

জাতি-বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে লড়াই করুন

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অন্তভুর্ক্ত দেশগুলোর প্রতি জাতি-বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে লড়াই করার আহŸান জানিয়েছেন জামার্ন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মাকের্ল। তিনি বলেন, ইইউভুক্ত কোনো দেশই অভিবাসন সংকট এড়াতে পারবে না। শনিবার এই মন্তব্য করেন। সম্প্রতি জামাির্ন ও স্পেনের মধ্যে স্বাক্ষরিত অভিবাসন-বিষয়ক একটি চুক্তি কাযর্কর হয়েছে। স্পেন সফরে গেছেন জামার্ন চ্যান্সেলর। সেখানে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে এক বৈঠক শেষে ইইউ-এর ভেতর জাতি-বিদ্বেষ ও অভিবাসন সংকট নিয়ে কথা বলেন তিনি। আন্দালুসিয়ার ডোনানায় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, তারা ইইউতে অভিবাসন সংকট যৌথভাবে সামলাবেন। এ ছাড়া অভিবাসন গ্রহণকারী দেশগুলোতে উত্থাপিত পপুলিস্ট মনোভাব মোকাবেলার বিষয়েও সম্মতি প্রকাশ করেন। মাকের্ল বলেন, ‘আমরা সব সদস্য দেশের ভেতর যেসব জাতি-বিদ্বেষী মনোভাব দেখছি, সেটা অনুশোচনীয় ও আমাদের সবাইকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’ সংবাদসূত্র : আল-জাজিরা