সুদানে বশিরের দল বিলুপ্তে নতুন আইন

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্ষমতাচু্যত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের দল 'ন্যাশনাল কংগ্রেস পার্টি'কে (এনপিসি) বিলুপ্তে আইন করেছে সুদানের অন্তর্বর্তী কাউন্সিল। সামরিক ও বেসামরিক সদস্যদের নিয়ে গঠিত এ কাউন্সিল বৃহস্পতিবার নারীদের পোশাক ও চলাচলের স্বাধীনতা খর্বকারী একটি বৈষম্যমূলক আইনও বাতিল করেছে। সংবাদসূত্র : বিবিসি ১৯৮৯ সালে এক সামরিক অভু্যত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করা বশির তিন দশক ধরে উত্তর-পূর্ব আফ্রিকার সুদান শাসন করে আসছিলেন। গণআন্দোলনের মুখে চলতি বছরের এপ্রিলে তিনি ক্ষমতাচু্যত হন। বশিরকে উৎখাতের পর থেকেই তার দলের বিলুপ্তি ও নারীদের ওপর বিধিনিষেধ আরোপকারী আইনটি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা, বিশেষ করে নারীরা সোচ্চার ছিলেন। অন্তর্র্বর্তী কাউন্সিল বৃহস্পতিবার তাদের আদেশে এনসিপির সম্পদ জব্দে একটি কমিটি করা হবে বলেও জানিয়েছে। বেসামরিক প্রধানমন্ত্রী আবদুলস্নাহ হামদক নেতৃত্বাধীন মন্ত্রিসভা বলছে, বশিরের দল জনগণের যে সম্পদ লুট করেছে, তা ফিরিয়ে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন আইনে '১০ বছরের জন্য এনসিপি বা তাদের প্রতীক কোনো ধরনের রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে পারবে না' বলে উলেস্নখ করা হয়েছে।