সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জাপান মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো যাযাদি ডেস্ক জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০১ বছর। নাকাসোনে ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের বিপর্যয় কাটিয়ে উঠতে শীতল যুদ্ধকালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তার পররাষ্ট্রনীতি তুলে ধরে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকে জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত একটি রাষ্ট্রকে ওই সময়েই তিনি ফের বিশ্বমঞ্চে প্রভাবশালী হিসেবে হাজির করেছিলেন। সাবেক এ জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের গাঢ় বন্ধুত্ব ছিল। নাকাসোনে ছিলেন জাপানের সাবেক সম্রাট হিরোহিতোর সময় দায়িত্ব পালন করা শেষ জীবিত প্রধানমন্ত্রী। তার মৃতু্যতে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবে গভীর শাক জানিয়েছেন। সংবাদসূত্র : এএফপি, রয়টার্স ডাকাতের কবলে ট্রাক ভর্তি পেঁয়াজ যাযাদি ডেস্ক ভারতে এক ব্যবসায়ীর পেঁয়াজভর্তি একটি ট্রাক পুরোটাই লুট হয়ে গেছে। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সঙ্গে তাল মিলিয়ে পেঁয়াজের দামও আকাশছোঁয়া। যে কারণে এভাবে দরকারি এই পণ্যটিও ডাকাত ও চোরের কবলে পড়ছে। ওই ট্রাকটিতে ৪০ টন পেঁয়াজ ছিল। মধ্য নভেম্বরে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে যাচ্ছিল সেটি। মাঝপথেই নিখোঁজ হয়ে যায় ট্রাকটি। পরবর্তী সময়ে খালি অবস্থায় পাওয়া গেছে সেটি। পুলিশ বলছে, ২২ লাখ রুপির সমমূল্যের ওই পেঁয়াজ এই দুর্মূল্যের বাজারে লোকজনের জন্য সৌভাগ্য হয়ে আসতে পারতো। কিন্তু সেটি লুট হয়ে গেল। অধিকাংশ ভারতীয় রাজ্যে এখন এককেজি পেঁয়াজের দাম ১০০ রুপির বেশি হবে। মুম্বাই, চেন্নাই, কলকাতা ও পুনেতে কখনো কখনো এই দাম ১২০ থেকে ১৩০ রুপিও হয়েছে। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপেস ভারতের তেলেঙ্গানা ধর্ষণের পর পুড়িয়ে হত্যা চিকিৎসক তরুণীকে যাযাদি ডেস্ক ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের কাছে বৃহস্পতিবার এক তরুণী চিকিৎসকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুজন মিলে তরুণীকে ধর্ষণ করে খুন করার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়। স্কুটিরের টায়ার ফেটে যাওয়ায় ওই তরুণী চিকিৎসক যাদের সাহায্য চেয়েছিলেন, তারাই তাকে হত্যা করেছে। পুলিশ অভিযুক্ত দুই ট্রাকচালককে আটক করেছে। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের শাদনগর নামক এলাকা দিয়ে স্কুটিতে করে যাচ্ছিলেন ওই তরুণী চিকিসৎক। মাঝ রাস্তায় টায়ার ফেটে গেলে তিনি ওই দুই ট্রাকচালকের কাছে সাহায্য চেয়েছিলেন। প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় পুলিশ বলেছে, ধর্ষণের শিকার ২২ বছর বয়সী ওই তরুণী পশু চিকিৎসককে হায়দরাবাদের অদূরের মফস্বল এলাকা শামশাবাদের তন্দুপলিস্ন টোল পস্নাজার কাছে খুন করা হয়। তারপর ২৫ কিলোমিটার দূরে শাদনগরর নামক এলাকার চাতানপলিস্ন সেতুর কাছে তরুণীর মরদেহ পুড়িয়ে ফেলে ধর্ষকরা। সংবাদসূত্র : এবিপি নিউজ ভারতের উত্তরপ্রদেশ এক লিটার দুধ পান করে ৮১ জন! যাযাদি ডেস্ক ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুলে এক লিটার দুধ পান করানো হয়েছে ৮১ শিক্ষার্থীকে। অবশ্য অন্য দিনের তুলনায় এই সংখ্যাটিতে চার জন কম রয়েছে। অর্থাৎ প্রতিদিনই এক লিটার দুধ পান করানো হয় ৮৫ জনকে। রাজ্যের শোনভদ্র জেলার চোপান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার এ ঘটনা ঘটেছে। শোনভদ্র উত্তরপ্রদেশের সবচেয়ে অনুন্নত এলাকা। সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য দুধ পান করানোর ওই ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা গেছে, চুলার ওপর রাখা একটি বড় পাত্রে পানি ফুটছে। প্যাকেটজাত তরল দুধ এর মধ্যে ঢেলে দিয়ে চামচ দিয়ে নেড়ে দুধ-পানি মিশিয়ে দিচ্ছেন এক নারী। কিছুক্ষণ পর চুলা থেকে পাত্র নামিয়ে গস্নাসে করে শিক্ষার্থীদের পরিবেশন করছেন তিনি। বুধবার চোপান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭১ জন শিক্ষার্থীর মধ্যে ভেজাল দুধ পান করেছে ৮১ জন। মিড ডে মিলের এই ঘটনা অবশ্য উত্তরপ্রদেশে নতুন নয়। দুই মাস আগেও এক সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীদের লবণ দিয়ে রুটি খেতে দেয়া হয়েছে রাজ্যের এক স্কুলে। পরে সেই সাংবাদিককে গ্রেপ্তার করে যোগী আদিত্যনাথ সরকার। বলা হয়, মুখ্যমন্ত্রীর নামে অপপ্রচার করতেই এই ধরনের ভিডিও বানানো হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি