ইমরানের হাত ধরে পাকিস্তান জঙ্গিমুক্ত হবে, আশা মোদির

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইমরান খান ও নরেন্দ্র মোদি Ñফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, ইমরান খানের হাত ধরেই জঙ্গিমুক্ত হবে দেশটি। এর আগে পাকিস্তানের সাধারণ নিবার্চনে জয়ী হওয়ার পর এক সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে সুসম্পকের্র ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও হবু প্রধানমন্ত্রী ইমরান খান। সেই কথার সূত্র ধরেই এই আশবাদ ব্যক্ত করেছেন মোদি। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস, কে-২৪ নিউজ, এএনআই নরেন্দ্র মোদি শনিবার আশা প্রকাশ করে বলেন, পাকিস্তানের সঙ্গে এবার ভারতের সুসম্পকর্ তৈরি হবে। দ্বিপক্ষীয় সম্পকের্র উন্নতি হয়ে সম্পকের্র শৈত্য কিছুটা কাটবে। এরই সঙ্গে ইমরান খানের নেতৃত্বে এক নতুন জঙ্গি ও সন্ত্রাসমুক্ত পাকিস্তানের জন্ম হবে বলেও মনে করেন মোদি। ভারতের সংবাদ সংস্থা ‘এএনআই’কে দেয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন, পাকিস্তান এবার সুস্থ ও স্থায়ী সুসম্পকের্র পথে হঁাটবে। দুই দেশের সম্পকের্র উন্নতি হবে। এর প্রয়োজনে ভারত আরো অনেক বেশি সক্রিয় ও ইতিবাচক ভ‚মিকা নেবে, যদি পাকিস্তান চায়। নিবার্চনে জয়লাভের জন্য গত ৩০ জুলাই ইমরান খানকে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা ইমরানের। এর আগে, পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার অজয় বিশারিয়ার উদ্যোগে একটি সৌজন্য বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইমরান খান। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক বলে ব্যাখ্যা করা হয়। শুধু বৈঠকই নয়, সাক্ষাৎ শেষে ইমরান খানকে ভারতীয় ক্রিকেটারদের সই ও শুভেচ্ছা বাতার্ সংবলিত একটি ক্রিকেট ব্যাট উপহার দেন ভারতীয় হাইকমিশনার। এর মাধ্যমে এই প্রথম কোনো ক‚টনৈতিক পযাের্য় সৌজন্য সাক্ষাৎ হয় ইমরান খান নিবাির্চত হওয়ার পর। ইমরান খানের জয়ের জন্য তাকে অভিনন্দন জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। দুই দেশের সম্পকের্র শৈত্য কাটিয়ে যাতে মানোন্নয়ন ঘটে, সেদিকেই লক্ষ্য রাখা হবে বলে সম্মত হন ইমরান ও অজয়। পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে আলোচনায় বেশকিছু গুরুত্বপূণর্ বিষয় উঠে আসে। পাক-ভারত সম্পকের্র নানা দিক আলোচনায় জায়গা করে নেয় বলে জানা গেছে।