ঝাড়খন্ডে নির্বাচন

বোমা মেরে সেতু উড়িয়ে দিল মাওবাদী বিদ্রোহীরা

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের ঝাড়খন্ড রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফায় স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী মাওবাদীরা বোমা মেরে একটি সেতু উড়িয়ে দিয়েছে। শনিবার ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পরই মাওবাদীরা গুমলা জেলার বিষ্ণুপুরের একটি সেতু বোমা মেরে উড়িয়ে দেয়। সংবাদসূত্র : পার্স টুডে রাজ্যের ডেপুটি কমিশনার বলেন, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভোটদানেও এর কোনো প্রভাব পড়েনি। বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোটদানে বাধা দিতে ভোটারদের মনে ভয় সৃষ্টির উদ্দেশ্যেই তারা বিস্ফোরণে সেতু উড়িয়ে দিয়েছে। প্রথম দফায় শনিবার ঝাড়খন্ডের মোট ১৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। এদিকে, ভোটগ্রহণের সময় একটি গ্রামে কংগ্রেসপ্রার্থী কেএন ত্রিপাঠির ওপর হামলা হয়েছে। বিজেপি প্রার্থীর সমর্থকরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় বিজেপি প্রার্থীর সমর্থকরা কংগ্রেস প্রার্থীকে কেন্দ্র পরিদর্শন করতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ত্রিপাঠির গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনে এই প্রথম কোনো মিত্রশক্তি ছাড়াই লড়ছে ক্ষমতাসীন বিজেপি।