বিশ্ব এইডস দিবস আজ

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আজ বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারও বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে প্রতিবছর ১ ডিসেম্বর বিশ্বজুড়ে এইডস দিবস পালন করা হয়। ইউএনএইডস এর তথ্যমতে, বর্তমানে বিশ্বে প্রায় তিন কোটি ৪০ লাখ মানুষ এইডসে আক্রান্ত এবং এদের অর্ধেকই নিজের শরীরে এইচআইভির উপস্থিতি জানে না। এ পর্যন্ত প্রায় তিন কোটি ৫০ লাখ মানুষ এ রোগে মারা গেছেন। এইডস হচ্ছে এমন এক ব্যাধি, যা মানুষের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা হ্রাস করে দেয়। এতে করে একজন এইডস রোগী খুব সহজেই যেকোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যার পরিণতি মৃতু্য। দিবসটি উপলক্ষে ভারতের চেন্নাইয়ে শনিবার মানববন্ধন করেন এই তরুণীরা -আউটলুক ইনডিয়