ইরানি কনসু্যলেট ফের পোড়াল ইরাকি বিক্ষোভকারীরা

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরাকের চলমান বিক্ষোভ থেকে আবারও দেশটির নাজাফ প্রদেশে অবস্থিত ইরানি কনসু্যলেটে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার আগুন ছড়িয়ে পড়ার সময় কনসু্যলেটের ভেতরে কোনো কর্মকর্তা ছিলেন না। সংবাদসূত্র : আল-জাজিরা গত ২৮ নভেম্বর নাজাফে অবস্থিত ইরানি এই কনসু্যলেটে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ নাগরিকরা। বাগদাদের দুর্নীতিগ্রস্ত ও ইরান সমর্থিত ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাচু্যত করার লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে হাজার হাজার ইরাকি। ইরানের কনসু্যলেটে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে তেহরানবিরোধী তীব্র মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।