অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনায় আবেদন

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা করতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছে প্রভাবশালী মুসলমান সংগঠন 'জমিয়ত উলেমা-ই-হিন্দ'। সোমবার সর্বোচ্চ আদালতে তাদের আবেদনটি জমা পড়েছে। আবেদনে জমিয়তে উলেমার প্রধান আরশাদ মাদানি বলেছেন, ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভেঙে ফেলা বাবরি মসজিদের জমি রামমন্দির নির্মাণে দেওয়ার রায়ে নাখোশ। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ আরশাদ মাদানি কয়েক দিন আগেও বলেছিলেন, 'আদালত আমাদের অধিকার দিয়েছে, আমরা অবশ্যই পুনর্বিবেচনার আবেদন করব।' জমিয়তে উলামা-ই-হিন্দের এ শীর্ষ নেতার মতে, অযোধ্যা মামলার প্রধান তর্কই ছিল মন্দির ভেঙে মসজিদ নির্মাণ হয়েছিল কিনা- তা নিয়ে। তিনি বলেন, 'আদালতই বলেছে, মন্দির ভেঙে মসজিদ হয়েছে, এমন কোনো প্রমাণ মেলেনি। অর্থাৎ মুসলমানদের দাবি সঠিক। কিন্তু চূড়ান্ত রায় হয়েছে এর বিপরীতে। রায় বোধগম্য না হওয়ায় আমরা পুনর্বিবেচনার আবেদন করতে করেছি।' গত ৯ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায়ে বিতর্কিত পৌনে তিন একরের জমিটিতে রামমন্দির নির্মাণ এবং অযোধ্যার অন্য কোথাও মসজিদ নির্মাণে মুসলমানদের পাঁচ একর জমি দেয়ার আদেশ দিয়েছিল। মামলার অন্যতম বিবাদী সুন্নি ওয়াকফ বোর্ড ওই রায় মেনে নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে না বলে জানালেও 'জমিয়তে উলেমা-ই-হিন্দ' বেঁকে বসে। প্রথমে সেই পথে না হাঁটার ঘোষণা দিলেও প্রায় একই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে 'অল ইনডিয়া পার্সোনাল ল বোর্ড'ও।