উইঘুর ইসু্যতে মার্কিন কংগ্রেস চীনাদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব পাস

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। বিলটিতে এ ইসু্যতে জড়িত ঊর্ধ্বতন চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে পাস হওয়া বিলটি এরপর সিনেট ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হবে। এ ঘটনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিলটিকে 'বিদ্বেষপূর্ণ' বলে অভিহিত করেছে। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি মাত্র কয়েকদিন আগে হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সমর্থন করে কংগ্রেসে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই বিলেরও তীব্র নিন্দা করেছিল চীন। সেটির রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বিল পাস করল ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ। মঙ্গলবার রাতে 'উইঘুর হিউমান রাইটস পলিসি অ্যাক্ট ২০১৯' শিরোনামের এই বিলটির পক্ষে ৪০৭ ও বিপক্ষে পড়ে এক ভোট। কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি বিলটির বিপক্ষে ভোট দেন। এর আগে তিনি হংকং বিলের বিরুদ্ধেও ভোট দিয়েছিলেন।