বিক্ষোভকারীদের হত্যার কথা স্বীকার ইরানের

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ
যাযাদি ডেস্ক প্রথমবারের মতো বিক্ষোভকারীদের গুলি করে হত্যার কথা স্বীকার করেছে ইরান। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারের তরফ থেকে বিষয়টি স্বীকার করা হয়। তবে এতে বিক্ষোভকারীদের 'দাঙ্গাবাজ' হিসেবে আখ্যায়িত করা হয়। সংবাদসূত্র : আনাদোলু এজেন্সি, আল জাজিরা। গত ১৫ নভেম্বর ইরানি কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে দেশব্যাপী নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন প্রায় দেড়শ মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহত হয়েছে অন্তত ২০৮ জন। তবে ইরানের পক্ষ থেকে বিক্ষেভে প্রাণহানিসংক্রান্ত খবরকে 'অতিরঞ্জিত' হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে হত্যাকান্ডের স্বীকারোক্তি দেয় তেহরান। প্রতিবেদনে বলা হয়, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে সাম্প্রতিক বিক্ষোভ চলাকালে বিভিন্ন শহরে 'দাঙ্গাবাজ'দের ওপর গুলিবর্ষণ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। বিক্ষোভে উসকানি দেওয়ার জন্য ফার্সি ভাষার আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলগুলোকে দায়ী করছে তেহরান। ইতোমধ্যেই সৌদি অর্থায়নে লন্ডন থেকে ফার্সি ভাষায় প্রচারিত একটি টিভি চ্যানেলের সঙ্গে জড়িত কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, 'ইরান ইন্টারন্যাশনাল' নামের চ্যানেলটি থেকে উসকানি পেয়ে নাশকতামূলক তৎপরতা চালানোর সময় এসব ব্যক্তিকে আটক করা হয়। চ্যানেলটিতে কর্মরত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠজনদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। তেহরানের দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সঙ্গে আটককৃতদের যোগসাজশ রয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আটককৃতরা সিআইএ'র অর্থায়নে বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিয়ে নাগরিক সাংবাদিকতার আড়ালে সাম্প্রতিক বিক্ষোভে উসকানি দিয়েছে।