সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কারাগার থেকে সংসদে পি চিদম্বরম যাযাদি ডেস্ক জামিন পেয়েই সংসদে ফিরছেন ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। আজ থেকেই দেশটির পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে যোগ দিচ্ছেন পি চিদম্বরম। আইএনএক্স মামলায় সিবিআই-এর হাতে গ্রেপ্তার হয়ে ১০৫ দিন জেলহাজতে থাকার পর বুধবার চিদম্বরমকে শর্তাধীন জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট। সেই সব শর্তের মধ্যে রয়েছে তিনি দেশ ছাড়তে পারবেন না, জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে তদন্তকারীদের সামনে হাজির হতে হবে তাকে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ শর্ত, এই আইএনএক্স মিডিয়া মামলা নিয়ে কোনও বিবৃতি বা বক্তব্য পেশ করতে পারবেন না। সেই সঙ্গে এই মুহূর্তে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এমনকি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে উপস্থিত হতে হবে বলেও শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। সংবাদসূত্র : এনডিটিভি ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ১০ যাযাদি ডেস্ক ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোকে আঘাত হানা টাইফুন কাম্মুরিতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থাগুলো নিশ্চিত করেছে। আগে থেকে নেওয়া সতর্কতা ও দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষকে সরিয়ে নেওয়ায় এবার প্রাণহানি তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানা গেছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে চলতি বছর আঘাত হানা ২০তম এ টাইফুন সোমবার রাতে স্থলে আছড়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি কয়েকশ ফ্লাইটও বাতিল ঘোষণা করে। টাইফুন কাম্মুরি ফিলিপাইনে চলা সাউথইস্ট এশিয়ান গেমসের আয়োজনেও বিঘ্ন ঘটিয়েছে। দেশটিতে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে। সংবাদসূত্র : বিবিসি সুদানে টাইলস ফ্যাক্টরিতে আগুন, নিহত ২৩ যাযাদি ডেস্ক উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি টাইলস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ১৩০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মঙ্গলবার রাজধানী খার্তুমের উত্তরাঞ্চলীয় একটি শিল্প এলাকায় এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলে ১৫ জনের মৃতু্য হয়েছে। এছাড়া আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের মোট সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের চিকিৎসায় রক্ত দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ভয়ঙ্কর এক বিস্ফোরণে ভবনটিতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। চারপাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়।সংবাদসূত্র : আল জাজিরা