থ্রিডি জেব্রা ক্রসিং

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সড়কের ওপর দিয়ে হনহন করে ছুটে চলেছে গাড়ি। ট্রাফিক সিগনালের তোয়াক্কা করছে না কেউই। হঠাৎই দেখা গেল মাঝ রাস্তায় জেব্রা ক্রসিংয়ের জায়গায় ছোট ছোট পাঁচিল। সংঘর্ষ থেকে বাঁচতে সর্বশক্তি দিয়ে ব্রেক কষে থেমে গেল একের পর এক গাড়ি। এ কী কান্ড! চালক যা ভেবেছিলেন, ঠিক তা নয়। এখানে থ্রিডি বা ত্রিমাত্রিক জেব্রা ক্রসিং আঁকা হয়েছে। এই ক্রসিংগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন দূর থেকে দেখে মনে হয়, কিছু চৌকোনা কংক্রিটের স্স্ন্যাব রাস্তার ওপর পড়ে রয়েছে। এই বিভ্রমটি চোখের অবস্থানের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে। চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে এমন ক্রসিংয়ের প্রচলন রয়েছে। এবার থাইল্যান্ডেও এমন থ্রিডি ক্রসিং করা হয়েছে। ব্যাংককে তেমনই একটি থ্রিডি ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা -সিনহুয়া